টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত
প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফনদী কাছে জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, দিল আহমদ (২২) ও দুস্ত মোহাম্মদ (১৯)। তাঁদের বাড়ি মিয়ানমারের আকিয়াব জেলার মংডু শহরের বুড়া সিকদারপাড়া গ্রামে। বিজিবির ভাষ্য, নিহত দুজন মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার সময় মিয়ানমার থেকে নাফনদী দিয়ে ইয়াবার চালান পাচার করছিলেন তাঁরা।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
দুরন্ত খবর/২৭ সেপ্টেম্বর ২০১৯/এফএইচ