টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ২


প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ দুই ‘মাদক বিক্রেতা’ নিহত হয়েছেন।

শনিবার ভোর রাতে সদর ইউনিয়নের পর্যটন বাজার সংলগ্ন মালি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।

নিহতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার হামিদ হোসেনের ছেলে আহম্মদ হোসেন (৪৫) এবং হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি ও শেড নম্বর-২৮ এর বাসিন্দা মৃত কালু মিয়ার ছেলে আব্দুর রহমান(৪৬)।

‘বন্দুকযুদ্ধে’ তিন পুলিশ সদস্যও আহত হন বলে ওসি জানান। তারা হলেন- এসআই মোহাম্মদ বাবুল, এএসআই মোহাম্মদ অহিদ ও কনস্টেবল মালেকুল ইসলাম।

পুলিশ কর্মকর্তা প্রদীপ বলেন, “নিহতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।”

Spread the love