খাগড়াছড়িতে ‘ইউপিডিএফ কর্মীর’ গুলিবিদ্ধ লাশ
প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এক ইউপিডিএফ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
পানছড়ি থানার ওসি নূরুল আলম জানান, শুক্রবার রাত ১০টার দিকে মরাটিলা এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত মহেন্দ্র ত্রিপুরা (৩০) ওই এলাকার মিলন ভূষণ ত্রিপুরার ছেলে।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেন, “স্থানীয় সংগঠক মহেন্দ্র ত্রিপুরাকে বিনা বিচারে হত্যা করা হয়েছে।”
পরে পুলিশ খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পাশে একটি নাইন এমএম পিস্তল পাওয়া গেছে বলে ওসি নূরুল আলম জানিয়েছেন।