হবিগঞ্জে বাস উল্টে আহত ২০
প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস উল্টে নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান চৌধুরী জানান, সিলেট থেকে ঢাকাগামী উমর পরিবহনের যাত্রীবাহী বাসটি শায়েস্তাগঞ্জের অলিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের উপরে উল্টে যায়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে ১২ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।