ফিনল্যান্ডে বাড়লো পিতৃত্বকালীন ছুটির মেয়াদ
দুরন্ত ডেস্ক: সদ্যজাতের বাবা এবং মায়ের জন্য সমান ছুটি ঘোষণা করলো ফিনল্যান্ড৷ এখন থেকে দেশটিতে মা-বাবা দুজনেই সাত মাস বেতনসহ ছুটি পাবেন। ফিনল্যান্ডের নবনির্বাচিত সরকারের পক্ষ থেকে বুধবার এ ঘোষণা দেয়া হয়। খবর বিবিসির।
এর আগে ফিনল্যান্ডে শুধু মায়েরাই বেতনের সাথে সাত মাসের মাতৃত্বকালীন ছুটি পেতেন। সন্তানের বাবারা এতদিন পিতৃত্বকালীন ছুটি হিসাবে পেতেন চার মাসের বেতনসহ ছুটি।
স্বাস্থ্য ও সমাজনীতি মন্ত্রী আইনো-কাইসা পেকোনেন বলেন যে এই নীতি বাবা-মায়েদের মধ্যে সাম্য আনবে। ২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে ফিনল্যান্ডে শিশুজন্মের হার পাঁচগুণ কমে গেছে। ৫৫ লাখ জনসংখ্যার দেশটিতে শিশুর সংখ্যা ছিল মাত্র ৪৭ হাজার ৫৭৭।
সমীক্ষায় দেখা গেছে, মায়েদের সমান বেতনসহ ছুটি দেওয়ায় সুইডেন ও আইসল্যান্ডে শিশুজন্মের হার বেড়েছে। ফিনল্যান্ডের এই নতুন নীতি সেখানেও আনতে পারে এমন পরিবর্তন, আশাবাদী সরকার।