বাগেরহাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে কিশোর কারাগারে
প্রতিবেদক, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে (২০) ধর্ষণের অভিযোগে সাব্বির হোসেন (১৫) নামে এক কিশোরকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
সাব্বির হোসেন মোরেলগঞ্জ উপজেলার হোগলপাতি গ্রামের আবুল কালাম শেখের ছেলে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক সাব্বিরকে আটক করে বিকালে আদালতে পাঠানো হয়।
মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, মোরেলগঞ্জ উপজেলায় হোগলপাতি গ্রামে বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবন্ধী এক নারীকে প্রতিবেশী সাব্বির হোসেন ধর্ষণ করে পালিয়ে যায় এমন অভিযোগ এনে ওই নারীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর শুক্রবার সকারে পুলিশ সাব্বিরকে আটক করে বিকালে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দিয়েছে।
এদিকে শুক্রবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে প্রতিবন্ধী ওই নারীর ডাক্তারি পরীক্ষার পর আদালত তাকে নিরাপদ হেফাজতে পাঠিয়েছে।