যেখানে প্রয়োজন, সেখানে শাটডাউন: কাদের
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাসের কারণে অন্যান্য দেশের মতো যেখানে যেখানে প্রয়োজন, সেখানে ‘শাটডাউন’ করা হবে।’
আজ বুধবার (১৮ মার্চ ) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শাটডাউন প্রয়োজন হলে করা হবে, যেখানে যেখানে প্রয়োজন। কারণ, এখানে সবার আগে মানুষকে বাঁচাতে হবে।’
ওবায়দুল কাদের রাজনৈতিক ও গোষ্ঠীচিন্তার ঊর্ধ্বে উঠে করোনা মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘করোনা আমাদের অভিন্ন শত্রু।’
বিভিন্ন জমায়েত হচ্ছে—এ ব্যাপারে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা–সমাবেশে যাব না। যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের উৎসব
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ আতঙ্ক সামনের দিনে যাতে আরও বাড়তে না পারে, সে ব্যাপারে যথেষ্ট সতর্কতার সঙ্গে মোকাবিলা করা হবে।