গ্যালারি মেকারের হাত বাড়িয়ে দিন চ্যালেঞ্জ
অনলাইন ডেস্ক: সামাজিক সংগঠন গ্যালারি মেকার ‘হাত বাড়িয়ে দিন চ্যালেঞ্জ’ ইভেন্টের মাধ্যমে উত্তরার নিম্নবিত্ত-দরিদ্র ১৫০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করেছে।
গত ১১ই মার্চ দুপুরে উত্তরার ১১ নম্বর সেক্টরে গ্যালারি মেকার নিম্নবিত্ত-দরিদ্র ১৫০ পরিবারের মাঝে খাবার সরবারহ করে। এছাড়া ঢাকা বাইরে অসহায় ও গরিব মানুষদের টাকা পাঠিয়ে তাদের কে আর্থিক ভাবে সাহায্য ও সহযোগিতা করা হয়েছে বলে জানান সংগঠনটির মূল উদ্যোক্তা তওসিফ মুস্তাসিন রাফিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির আরেক উদ্যোক্তা রাইসা ফারহীন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য ইসরাত জেরিন ঐশ্বর্য ও বেবি আখতার লিজা।