লন্ডনে মাস্ক পড়া ‘বাধ্যতামূলক’
দুরন্ত ডেস্ক: করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে লন্ডনে ফেস মাস্ক পরাকে বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। পরিবহন কিংবা জরুরি কাজে বাইরে আসা মানুষদের ফেস মাস্ক অবশ্যই পরতে হবে বলে জানানো হয়েছে।
লন্ডনের মেয়রের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, রাজধানীতে পরিবহন কাজে কিংবা বাজারের জন্য আসা মানুষদের অবশ্যই মাস্ক পরতে হবে। লন্ডনের মেয়র সাদিক খান মুখে মাস্ক পরাকে বাধ্যতামূলক ঘোষণা করেন।
সাদিক খান বিবিসিকে বলেন, যেসব জায়গায় সামাজিক দুরত্ব মেনে চলা যায় না সে সব জায়গার জন্য মাস্ক পড়া কিংবা এমন কিছু পড়া যেটা মুখমণ্ডলকে সুরক্ষিত রাখবে।
খান আরও জানান, বিশ্বজুড়ে এমন অনেক উদাহরণ রয়েছে যে, মুখে মাস্ক পড়ে থাকলে ভাইরাসের বিস্তর রোধ করা যায়।
এদিকে, যখন কমপক্ষে ৬ ফুট দুরত্ব রেখে চলা সম্ভব হবে না তখন মুখে মুখোশ পরাকে বিকল্প হিসেবে ঘোষণা দিয়েছে নিউইয়র্ক।