নান্দাইলে অসহায় মানুষের পাশে নৈবদ্য-৯৭
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গরিব অসহায় মানুষের পাশে দাড়িয়েছে চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১২ ব্যাচ(নৈবদ্য-৯৭)।
করোনা ভাইরাসের প্রভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত মানুষের জন্য উপহার সামগ্রী প্রদানের উদ্যোগ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নৈবদ্য-৯৭ ব্যাচের কয়েকজন।এতে তারা ৪৬ টি পরিবারে উপহার(চাল,ডাল,তেল,আলু,তেল,পিঁয়াজ,সাবান ও একটি মুরগী) পৌছে দেন এবং ২ টি পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করেন।
তাদের সাথে কথা বলে জানা যায়,তাদের নিজেদের অর্থায়নেই উপহার সামগ্রী প্রদান করেন। তারা এই কার্যক্রম অব্যাহত রাখার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহবান জানিয়েছেন।