Main SliderSecondary Sliderজাতীয়সারাবাংলা

করোনায় আক্রান্ত চাঁদপুরের পুলিশ সুপার

দুরন্ত ডেস্ক: চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমানের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুইদিন আগে পুলিশ সুপার করোনা পরীক্ষার জন্য তার নমুনা দেন। সোমবার দিনগত রাতে ঢাকা থেকে জানানো হয়েছে এসপির করোনা পজিটিভ। মঙ্গলবার বেলা ১১টায় তিনি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসার জন্য রওনা হয়েছেন।

গত মার্চ থেকে করোনা পরিস্থিতিতে জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা করোনা সংক্রমণ রোধে ত্রাণসামগ্রী বিতরণ ও সচেতনতামূলক কাজে সক্রিয় ছিলেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পুলিশ সুপার আক্রান্ত হওয়ার পূর্বে তার বডিগার্ড কামরুল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি চিকিৎসা নিয়েছেন এবং দ্বিতীয়বার পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। তবে তিনি সুস্থ আছেন।