স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে সাহেদ
দুরন্ত রিপোর্ট: রিজেন্ট হাসপাতাল চেয়ারম্যান মো: সাহেদ ওরফে সাহেদ করিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সাড়ে ৫টার দিকে র্যাব সদস্যরা তাকে ঢামেকে নিয়ে আসেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক র্যাব কর্মকর্তা জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে তাকে আবার নিয়ে যাওয়া হবে।
এর আগে বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। তিন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।