আমানসিম সাওতুল কোরআন ২০২৪ সিজন ৯, এর গ্রান্ড ফিনালে আজ

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা- আমানসিম সাওতুল কোরআন- ২০২৪, সিজন-৯ এর  গ্রান্ড-ফিনালে অনুষ্ঠিত ।  আজ ৭এপ্রিল বিকাল ৫টা ১০মিনিটে এসএ টিভিতে প্রচারিত হবে গ্রান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমান সিমেন্টের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের মাননীয় উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ কায়সার আলী ।

 

জাতীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়নকে দেয়া হয় নগদ ৩ লাখ টাকা, ১ম রানার্স-আপ ২লাখ, ২য় রানার্স-আপ ১ লাখ এবং ৩য় রানার্স-আপ অর্জনকারীকে দেয়া হয় নগদ ৫০হাজার টাকা। এছাড়া সবার জন্য ক্রেস্ট, সার্টিফিকেট, পাগড়ি অন্যান্য গিফট হ্যাম্পার প্রদান করা হয়।

Spread the love