যুক্তরাষ্ট্রের ৩ বছরের বিস্ময় বালিকা!
দুরন্তবিডি ডেস্ক:
বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য পদার্থের পর্যায় সারণি জানাটা বাধ্যতামূলক থাকলেও এ নিয়ে অনেকেরই রয়েছে বিভীষিকাময় মুহূর্ত। ব্যাপারটা সবসময়ই কঠিন ঠেকেছে সবার কাছে। কিন্তু যুক্তরাষ্ট্রের তিন বছর বয়সী ব্রিয়েলকে দেখলে তা বোঝার উপায় নেই!
মাত্র তিন বছর বয়সেই তার পর্যায়সারণির সব পদার্থের বৈশিষ্ট্য মুখস্ত। শুধু তাই নয়, সে জানে কোন খাবারে কোন পদার্থ রয়েছে। এছাড়া অণুর আকৃতি সম্পর্কেও তার রয়েছে স্পষ্ট ধারণা। এত কম বয়সে এতকিছু মনে রাখা রীতিমতো বিস্ময়কর।
আর তাই এই বিস্ময় বালিকাকে নিয়ে অনুষ্ঠান করলো যুক্তরাষ্ট্রের বিখ্যাত শো এলেন। অনুষ্ঠানে মার্কিন উপস্থাপিকা এলেন ডিজানারেস বিভিন্ন পদার্থ নিয়ে প্রশ্ন করতে থাকেন এবং বেশ সাবলীলভাবে উত্তর দিতে থাকে ব্রিয়েল। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে সে কীভাবে ১১৮টি মৌলিক পদার্থকে মনে রেখেছে। সে জানায়, সব কাজ আসলে তার ছোট্ট মস্তিষ্কের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিয়েলের মা। মেয়ের এমন দক্ষতায় মুগ্ধ ও গর্বিত তারাও।