শ্যামপুরে ম্যানহোলে শিশু, উদ্ধার তৎপরতা চলছে
স্টাফ রিপোর্টার : রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে সুয়ারেজ লাইনের ম্যানহোলের ভেতর পড়ে গেছে ইসমাইল হোসেন নীরব নামের ছয় বছরের এক শিশু। মঙ্গলবার বিকের সাড়ে ৪টার দিকে বড়ইতলা জাগরণী মাঠের পশ্চিম দিকের পালপাড়া রোডে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি ফায়ার সার্ভিসকেও খবর দেয়া হলে একদল কর্মী এসে উদ্ধার তত্পরতা চালাচ্ছে।
তিনি আরো জানান, শ্যামপুর ইউনিয়নের পালপাড়ার শিল্প কারখানার বর্জ্যের এ ম্যানহোলে প্রচুর স্রোত রয়েছে। মূলত গ্যাস বের হওয়ার কারণে ম্যানহোলের ঢাকনা খুলে রাখা হয়েছিল। খেলার সময় সেখানেই হঠাত করে পড়ে যায় শিশুটি।