ধর্ষনের শিকার ১১ বছরের সেই শিশুটি এখন মা!
প্রতিনিধি: মায়ের আঁচল ছেড়ে বেরনোর আগেই মা হলেন ফেনীর পরশুরাম উপজেলার কোলাপাড়ার ১১ বছর বয়সী পারভিন। সলিয়া গ্রামের আবুল কাশেম’র (৫৫) লালসার শিকার হয় পারভিন। গত ২৬ আগষ্ট ধর্ষিত সেই অন্তঃসত্ত্বার সন্তানের জন্ম হয়েছে। সোমবার দুপুরে অস্ত্রোপচার হলে মেয়েসন্তানের জন্ম দেয় বলে বিষয়টি নিশ্চিত করেন জেলা সদর হাসপাতালের চিকিৎসক অসীম কুমার সাহা।
চিকিৎসক অসীম কুমার সাহা জানান, নবজাতক সুস্থ থাকলেও শিশুমায়ের অবস্থা আশঙ্কাজনক হওযায় তাকে নিবিড় পর্যাবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল থেকে প্রয়োজনীয় সব ধরনের সেবা দেওয়া হচ্ছে।
উপজেলার কোলাপাড়া গ্রামের ডাকবাংলো চৌমুড়ির মুদি দোকানি আবুল কাশেম (৫৫) এই শিশুকে গত ২৬ মার্চ ধর্ষণ করার সময় স্থানীয়রা জানতে পেরে তাকে আটক করে।
আর ধর্ষিত শিশুকে হাসপাতালে নেওয়া হলে সে চার মাসের অন্তঃসত্ত্বা বলে হাসপাতাল থেকে জানানো হয়। সেই থেকে সে ফেনী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। গত ২ এপ্রিল শিশুটির বাবা পরশুরাম মডেল থানায় মামলা করেন।
থানার পরিদর্শক মাসুক করিম সিকদার জানান, আসামি আবুল কাশেম ফেনী কারাগারে আছেন। গত ৮ জুন আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ডিএনএ টেস্ট করার পর মামলার অগ্রগতি হবে।