উপদেষ্টা Archives - Duranta Khobor https://durantakhobor.net/news/tag/উপদেষ্টা Welcome To Bangaldeshi Largest News Network Mon, 04 Nov 2024 08:43:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://i0.wp.com/durantakhobor.net/wp-content/uploads/2021/02/cropped-Duranta-Min-Logo.png?fit=32%2C32&ssl=1 উপদেষ্টা Archives - Duranta Khobor https://durantakhobor.net/news/tag/উপদেষ্টা 32 32 167021010 গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসাইন তাপস গ্রেফতার https://durantakhobor.net/news/5068?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%259a%25e0%25a7%2587%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25a8-%25e0%25a6%2595 Mon, 04 Nov 2024 08:43:47 +0000 https://durantakhobor.net/?p=5068 বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার মধ্যরাতে তাকে গুলশানের থেকে গ্রেফতার

The post গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসাইন তাপস গ্রেফতার appeared first on Duranta Khobor.

]]>
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার মধ্যরাতে তাকে গুলশানের থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো: তালেবুর রহমান।

তিনি জানিয়েছেন, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সোমবার দুপুরের পর তাকে আদালতে তোলার কথা রয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

The post গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসাইন তাপস গ্রেফতার appeared first on Duranta Khobor.

]]>
5068
বিএনপি জামায়াতকে সাথে নিয়ে দেশ সাজাবে : মির্জা আব্বাস https://durantakhobor.net/news/5059?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25a8%25e0%25a6%25aa%25e0%25a6%25bf-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25a5%25e0%25a7%2587-%25e0%25a6%25a8 Mon, 28 Oct 2024 10:59:50 +0000 https://durantakhobor.net/?p=5059 জামায়াতে ইসলামীকে সাথে নিয়ে বিএনপি দেশ সাজাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ সোমবার রাজধানীর রমনায়

The post বিএনপি জামায়াতকে সাথে নিয়ে দেশ সাজাবে : মির্জা আব্বাস appeared first on Duranta Khobor.

]]>
জামায়াতে ইসলামীকে সাথে নিয়ে বিএনপি দেশ সাজাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী লীগ লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার’ প্রতিবাদে মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগবিহীন বাংলাদেশ করতে হবে। কারণ আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে চলতে পারে না।’

তিনি বলেন, বিগত দিনের কষ্ট এখন আমাদের কাছে গল্প। আমরা শুকরিয়া আদায় করি, দীর্ঘ দিনের কষ্টের ফসল আমরা ৫ আগস্ট ঘরে তুলেছি। এই ৫ আগস্ট আমাদের একটি চাওয়া পূরণ হয়েছে হাসিনাবিহীন বাংলাদেশ। এখন আমরা আওয়ামী লীগবিহীন বাংলাদেশ চাই। আওয়ামী লীগ আর ভদ্রলোকের গণতন্ত্র কখনো পাশাপাশি চলতে পারে না। শয়তানের দোসর আওয়ামী লীগ।

তিনি আরো বলেন, আমরা খুশি হই যে তারা চলে গেছে। আসলে খুশি হওয়ার কারণ নেই। তাদের চর-অনুচর রাজনীতি, সংস্কৃতি, সচিবালয়, মিলিটারি সব জায়গায় উপস্থিত আছে। এদের রেখে আপনি কোনোভাবেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না।

মির্জা আব্বাস বলেন, এখনো বাংলাদেশে আওয়ামী লীগ নতুন নতুন থিউরি আওড়ায়ে যাচ্ছে। তা আমাদের মুখ দিয়েই বের করানোর চেষ্টা করছেন। আমরা গিনিপিগ না। নতুন করে যাদের জন্ম হয়েছে, তারা আমাদের শ্রমের মর্ম বুঝবে না। তারা বুঝবে না মাওলানা সাঈদী সাহেব, নিজামী সাহেবরা জীবন দিয়ে গেছেন। বিএনপির শত শত কর্মী জীবন দিয়েছেন। এখনো জেলে আছেন, মামলা আছে। আমার বিরুদ্ধে এখনো মামলা আছে এক শ’র উপরে। তবুও এখন গ্রেফতার হবো না, তাই শান্তি আছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘জামায়াত ইসলামী, বিএনপি ও অন্যান্য দল যদি একসাথে কাজ করতে পারি, তখন দেশটা পুনর্গঠিত হতে পারে। তা না হলে আমাদের নিয়ে প্রতিবেশী দেশ খেলতেই থাকবে। এটা কখনোই হতে দেয়া যাবে না। ৫ আগস্ট ভারত জেনেছে বাংলাদেশের স্বার্থে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে উঠেছে, আমাদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য চলে আসছে।’

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, যে উদ্দেশ্য নিয়ে গণঅভ্যুত্থান হয়েছে, তা বিভিন্ন কারণে ভাটা পড়ছে। ফ্যাসিবাদকে প্রতিহত করতে জামায়াত ও বিএনপির ঐক্য জোরদার করতে হবে। আর যাতে বাংলাদেশে ১৪ দলীয় জোট রাজনৈতিকভাবে পুনর্বাসন হতে না পারে, সে জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

আব্দুস সালাম আরো বলেন, বিভিন্ন কারণে জামায়াত ও বিএনপির মধ্যে অমিল থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদ ঠেকাতে এক হতে হবে। নির্বাচনের আগে ও পরে দুই দল ঐক্যবদ্ধ হতে হবে।

The post বিএনপি জামায়াতকে সাথে নিয়ে দেশ সাজাবে : মির্জা আব্বাস appeared first on Duranta Khobor.

]]>
5059
ফ্যাসিবাদের মতো আচরণ করলে তার পরিণতি হবে আরও করুণ: ডা. শফিকুর রহমান https://durantakhobor.net/news/5053?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ab%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a6%25a4%25e0%25a7%258b-%25e0%25a6%2586%25e0%25a6%259a%25e0%25a6%25b0%25e0%25a6%25a3-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25b2 Sun, 27 Oct 2024 14:57:53 +0000 https://durantakhobor.net/?p=5053 নিজের দলসহ অন্য রাজনৈতিক দলের কেউ যদি এখন ফ্যাসিবাদের মতো আচরণ করেন, তাহলে তাঁদের পরিণতি অতীতের ফ্যাসিবাদের চেয়েও করুণ হবে

The post ফ্যাসিবাদের মতো আচরণ করলে তার পরিণতি হবে আরও করুণ: ডা. শফিকুর রহমান appeared first on Duranta Khobor.

]]>
নিজের দলসহ অন্য রাজনৈতিক দলের কেউ যদি এখন ফ্যাসিবাদের মতো আচরণ করেন, তাহলে তাঁদের পরিণতি অতীতের ফ্যাসিবাদের চেয়েও করুণ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা ও কোনো রাজনৈতিক দল যদি ফ্যাসিবাদের মতো অনুরূপ আচরণ করি, তাহলে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত, আল্লাহ ছেড়ে দেবেন না, এ দেশের জনগণও আমাদের ক্ষমা করবেন না।’

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন শফিকুর রহমান। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, ‘আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু আমরা ন্যায়বিচারে বিশ্বাসী। ন্যায়বিচার পাওয়া আমাদের অধিকার। সব শহীদ পরিবারকে আহ্বান জানাব, আপনারা অবশ্যই ন্যায়বিচার চাইবেন। জামায়াতে ইসলামী আপনাদের পাশে থেকে আইনের অঙ্গনে লড়াই করবে। ন্যায়বিচার পেলে হয়তো কিছুটা সান্ত্বনা পাবেন। আগামী দিনে এ ধরণের স্বৈরশাসক হওয়ার খায়েশ তখন কারও জাগবে না। ওই কারণেই আমরা ন্যায়বিচারটা চাই।’

শফিকুর রহমান আরও বলেন, ‘এরা (আওয়ামী লীগ) যতগুলো মানুষকে খুন করেছে, সব কটির ন্যায়বিচার আদালত থেকে পেতে চাই। আদালতের কাছে আমাদের দাবি স্পষ্ট, আমাদের ওপর যেমনটা জুলুম করা হয়েছে, ওদের ওপর যেন জুলুম করা না হয়। ওদের যেন ন্যায়বিচারের মাধ্যমে তাদের আসল পাওনাটা বুঝিয়ে দেওয়া হয়। তাতে যদি কারও ফাঁসি হয় হবে। কারও আমৃত্যু কারাদণ্ড হলে হবে। তারাই (আওয়ামী লীগ) তো বলত, বিচারবিভাগ স্বাধীন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আপনিও (আওয়ামী লীগ) তো আইনের ঊর্ধ্বে নন।’

জামায়াতের আমির বলেন, ‘যোগ্যতা অনুসারে প্রতিটি শহীদ পরিবার থেকে কমপক্ষে একজন সদস্যকে সরকারি চাকরি দিয়ে রাষ্ট্রকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যাঁরা লড়াই করেছেন, তাঁদের আগামী দিনে সরকারি চাকরিতে নিয়োগে অগ্রাধিকার দিতে হবে। এঁরা যদি রাষ্ট্রের জন্য দায়িত্ব পালনের সুযোগ পান, ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়ে যেভাবে লড়াই করেছেন একটি রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, সেই নিরন্তর লড়াই করবেন।’ তিনি আরও বলেন, ‘এখনো যাঁরা আহত হয়ে হাসপাতালে উপযুক্ত চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন। প্রধানত সরকারকে তাঁদের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী সব দলকে আহ্বান জানাই, আসুন আমরাও তাঁদের পাশে দাঁড়াই।’

২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদের থাবায় যাঁরা শহীদ হয়েছেন, বিদায় নিয়েছেন, তাঁদের সবার ইতিহাস পাঠ্যপুস্তকে তুলে আনার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, এই প্রজন্ম এবং আগামী প্রজন্মকে জানতে দিতে হবে ফ্যাসিবাদেরা এই দেশে কী করেছিল। আর ফ্যাসিবাদের বিরুদ্ধে কারা লড়াই করেছিলেন, যুদ্ধ করেছিলেন, তা জানতে দিতে হবে।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ১২–দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণ অধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণ অধিকার পরিষদের আরেক অংশের সদস্য সচিব ফারুক হাসান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ প্রমুখ বক্তব্য দেন।

মতবিনিময় সভায় শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য দিয়েছেন। তাঁরা তাঁদের স্বজনকে হত্যাকারীদের বিচার চেয়েছেন।

The post ফ্যাসিবাদের মতো আচরণ করলে তার পরিণতি হবে আরও করুণ: ডা. শফিকুর রহমান appeared first on Duranta Khobor.

]]>
5053
‘তুমি কে আমি কে, সাকিবিয়ান সাকিবিয়ান’ সাকিবের পক্ষে-বিপক্ষে ধাওয়া, মারামারি https://durantakhobor.net/news/5035?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a4%25e0%25a7%2581%25e0%25a6%25ae%25e0%25a6%25bf-%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25ae%25e0%25a6%25bf-%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be Sun, 20 Oct 2024 12:16:24 +0000 https://durantakhobor.net/?p=5035 ‘সাকিব আল হাসান ভয় নাই, মিরপুর ছাড়ি নাই’, ‘তুমি কে আমি কে, সাকিবিয়ান সাকিবিয়ান’, গলা ফাটিয়ে এরকম নানা স্লোগান দিচ্ছিলেন

The post ‘তুমি কে আমি কে, সাকিবিয়ান সাকিবিয়ান’ সাকিবের পক্ষে-বিপক্ষে ধাওয়া, মারামারি appeared first on Duranta Khobor.

]]>
‘সাকিব আল হাসান ভয় নাই, মিরপুর ছাড়ি নাই’, ‘তুমি কে আমি কে, সাকিবিয়ান সাকিবিয়ান’, গলা ফাটিয়ে এরকম নানা স্লোগান দিচ্ছিলেন এক দল লোক। আচমকা বাঁশ, লাঠি নিয়ে তাদের ওপর হামলা করলেন কয়েকজন লোক। আক্রমণের শিকার লোকগুলি দৌড়ে পালাতে লাগলেন স্টেডিয়ামের মূল ফটকের দিকে। কিন্তু সেখানে তাদের ওপর লাঠিচার্জ শুরু করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লোকের চিৎকার, ছুটোছুটি, সেনাবাহিনীর বাঁশির শব্দ মিলিয়ে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হলো সেখানে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ১ ও নম্বর ফটকে সামনে রোববার দুপুরে এসব যখন চলছে, স্টেডিয়ামের ভেতরে তখন অনুশীলন করছে সফরকারী দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

মিরপুরে সাকিবের বিদায়ী টেস্ট খেলতে চাওয়া এবং শেষ পর্যন্ত তার দেশে আসতে না পারা নিয়ে পকেষ-বিপক্ষে নানা কর্মসূচি চলছে গত কয়েক দিন ধরেই। টেস্ট শুরুর আগের দিন স্টেডিয়ামমুখী ‘সাকিবিয়ানদের লং মার্চ’ কর্মসূচি ডেকেছিলেন সাকিবের ভক্ত-সমর্থকরা।

মিরপুর স্টেডিয়ামের পাশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গত কয়েক দিন থেকেই। রোববারও সকাল থেকে মিরপুর ২ নম্বর মোড় থেকেই অপরপ্রান্তে প্রশিকা মোড় এবং আরেকদিকে ন্যাশনাল বাংলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পর্যন্ত ব্যারিকডে দিয়ে যান চলাচল বন্ধ রেখেছিল পুলিশ। পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক সেনাবাহিনীর উপস্থিতিও ছিল শুক্রবার।

দুপুর ২টা থেকে সাকিব ভক্তদের আনাগোণা দেখা যায় স্টেডিয়ামের সামনে। ‘লং মার্চ’ বলতে যেমন বোঝায়, তেমন বড় সংখ্যক কোনো উপস্থিতি সেখানে ছিল না। শ খানেক সাকিব ভক্তকে দেখা যায় মিছিল করতে, স্লোগান দিতে। অনেকের হাতেই ছিল ব্যানার। তাদের ঘিরে সংবাদকর্মী ছিলেন বিপুল সংখ্যক।

অন্যান্য দিনের মতোই তাদের সবকিছু চলছিল। একটা সময় তাদেরকে মাঠে পাশ থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষ ও উৎসাহী অনেককে আশেপাশের গলিতে পাঠিয়ে দেন তারা। হঠাৎই সাকিবের ভক্তদের হামলায় বদলে যায় পুরো চিত্র।

আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী কাছাকাছি থাকলেও ওই সময়টায় তারা একরকম দর্শকের ভূমিকা পালন করেন। আক্রান্তদের রক্ষা করতে গিয়ে কয়েকজন সংবাদকর্মীও আঘাতের শিকার হন। হামলাকারীরা সাকিব-বিরোধী নানা স্লোগান দিয়ে এক পর্যায়ে একটি গলি দিয়ে বের হয়ে যায়।

সাকিব-ভক্তদের বিপদ আরও বেড়ে যায় আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে। ‘লাঠি কোথায়, লাঠি নিয়ে আয়…’ বলে চিৎকার করতে দেখা যায় কয়েকজনকে। এরপর তারা লাঠি হাতে ছুটে গিয়ে ছত্রভঙ্গ করে দেয় সাকিবের ভক্তদের।

হামলার শিকার বেশ কয়েকজন পরে তাদের ক্ষোভের কথা জানান সংবাদমাধ্যমকে। তাদেরই একজন মাহফুজার দাবি, কোনো উসকানি ছাড়াই তাদের ওপর আক্রমণ করা হয়েছে।

“আমরা শুরু থেকেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিলাম। হঠাৎ আমাদেরকে ন্যাক্কারজনকভাবে আমাদের ওপর হামলা হলো। পুলিশ-সেনাবাহিনী এসব দেখেও আমাদের রক্ষায় গিয়ে আসেনি। আপনাদেরকে ধন্যবাদ, কয়েকজন সাংবাদিক আমাকে উদ্ধার করেছেন। তবে আমরা এরকম হামলার তীব্র প্রতিবাদ জানাই। সাকিবের বিরুদ্ধে মিছিল হওয়া নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, এসব সবার সাংবিধানিক অধিকার। আমাদেরও তো সেই অধিকার আছে। আমাদের ওপর হামলা হলো কেন, জবাব চাই।”

হামলাকারীরা চলে যাওয়ার পরও উত্তপ্ত অবস্থা ছিল আরও বেশ কিছুক্ষণ। সাকিবের ভক্তদের যারা তখনও ছিলেন, তাদেরকে এক পাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করে সেনাবাহিনী। দুটি গাড়ীতে সেনাবাহিনীর আরও সদস্যকে স্টেডিয়ামের সামনে এসে অবস্থান নিতে দেখা যায়।

এসব নিয়ে কথা বলতে রাজি হননি পুলিশ, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কেউই। তবে এক নম্বর ফটকের কাছাকাছ জায়গা থেকে একজনকে আটক করতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর এক সদস্য জানান, দেশ-বিরোধী স্লোগান দেওয়ায় ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের নিরাপত্তা ব্যাহত হতে পারে বলে শঙ্কা থাকায় তাকে আটক করা হয়েছে। পরে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এসবের মধ্যেই চারটার একটু আগে কঠোর নিরাপত্তায় মাঠ ছেড়ে যায় দক্ষিণ আফ্রিকা দল। বাসের ভেতর থেকে বাইরের নানা কিছু ভিডিও করতে দেখা যায় প্রোটিয়া ক্রিকেটারদের।

বিদায়ী টেস্ট খেলতে সাকিবের দেশে আসতে চাওয়াকে কেন্দ্র করে এসব কর্মসূচি চলছে বেশ কিছুদিন ধরে। মিরপুর টেস্টের স্কোয়াডে সাকিবকে রাখায় তার দেশে ফেরা ঠেকাতে সোচ্চার ছিলেন কিছু লোক। সাকিব-বিরোধী মিছিল, স্লোগান দেওয়া, স্টেডিয়ামের দেয়ালে নানা লেখা ও গ্রাফিতি আঁকাসহ নানা কর্মসূচি পালন করতে দেখা যায় তাদের। পরে কর্মসূচি শুরু করেন সাকিবের ভক্তরাও।

সেসবেরই ধারাবাহিকতা চলছে টেস্ট শুরুর আগেও। বিকেল ৫টার পরও ধাওয়া-পাল্টা ধাওয়া, উত্তেজনা চলছিল মিরপুর স্টেডিয়ামের চারপাশে নানা জায়গায়।

The post ‘তুমি কে আমি কে, সাকিবিয়ান সাকিবিয়ান’ সাকিবের পক্ষে-বিপক্ষে ধাওয়া, মারামারি appeared first on Duranta Khobor.

]]>
5035
২ দিনে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ, দাম কমার আশা https://durantakhobor.net/news/5032?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25a8-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%25b2%25e0%25a7%258b-%25e0%25a7%25ab%25e0%25a7%25af%25e0%25a7%25a9-%25e0%25a6%259f%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%2581%25e0%25a6%259a%25e0%25a6%25be-%25e0%25a6%25ae%25e0%25a6%25b0%25e0%25a6%25bf Tue, 15 Oct 2024 13:56:43 +0000 https://durantakhobor.net/?p=5032 দুই দিনে ভারত থেকে বেনাপোল বন্দরে এসেছে ৫৯৩ টন কাঁচা মরিচ। ফলে দেশের বাজারে নিত্যপণ্যটির দাম কমবে বলে আশা করছেন

The post ২ দিনে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ, দাম কমার আশা appeared first on Duranta Khobor.

]]>
দুই দিনে ভারত থেকে বেনাপোল বন্দরে এসেছে ৫৯৩ টন কাঁচা মরিচ। ফলে দেশের বাজারে নিত্যপণ্যটির দাম কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে বেনাপোলসহ আশপাশের বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে।

ভারতে দুর্গাপূজার কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল পাঁচ দিন। সোমবার (১৪ অক্টোবর) বন্দর খুলে যাওয়ায় ভারত থেকে এসেছে ৫৮২ মেট্রিক টন কাঁচা মরিচ। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত তিনটি ট্রাকে আরো ১১ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আজই মরিচবোঝাই গাড়ি বন্দর এলাকা ত্যাগ করবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, আরো কিছু কাঁচা মরিচ আসার সম্ভাবনা রয়েছে।

The post ২ দিনে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ, দাম কমার আশা appeared first on Duranta Khobor.

]]>
5032
সুলভ মূল্যে ভোক্তা পাবে ১০ কৃষিপণ্য : বাণিজ্য উপদেষ্টা https://durantakhobor.net/news/5028?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%2581%25e0%25a6%25b2%25e0%25a6%25ad-%25e0%25a6%25ae%25e0%25a7%2582%25e0%25a6%25b2%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%25ad%25e0%25a7%258b%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be-%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a7%2587-%25e0%25a7%25a7 Tue, 15 Oct 2024 11:46:42 +0000 https://durantakhobor.net/?p=5028 সরকারি উদ্যোগে সুলভ মূল্যে ভোক্তা পাবে ১০ কৃষিপণ্য। এতে জনগণের সুবিধা হবে বলে উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

The post সুলভ মূল্যে ভোক্তা পাবে ১০ কৃষিপণ্য : বাণিজ্য উপদেষ্টা appeared first on Duranta Khobor.

]]>
সরকারি উদ্যোগে সুলভ মূল্যে ভোক্তা পাবে ১০ কৃষিপণ্য। এতে জনগণের সুবিধা হবে বলে উল্লেখ করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর খাদ্য ভবনের সামনে কৃষি ওএমএস কর্মসূচির উদ্বোধনকালে তিনি একথা বলেন।

কার্যক্রম উদ্বোধন করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ভোক্তারা যাতে সুলভ মূল্যে সবকিছু পায় সেজন্য আমাদের এই প্রচেষ্টা।

এ সময় কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ন্যায্যমূল্যে ডিম, আলু, পেঁয়াজ, সবজি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এবং কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মাসুদ করিম উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে রাজধানীর ২০টি স্থানে ট্রাকসেলের মাধ্যমে এসব কৃষিপণ্য দেয়া হবে। স্থানগুলো হলো- খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়ের বাজার, রাজারবাগ, মুগদা-উত্তর, মুগদা-দক্ষিণ, পলাশি মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণ খান, কামরাঙ্গীরচর, রামপুরা ও ঝিগাতলা।

এই কর্মসূচির আওতায় জনপ্রতি এক কেজি আলু ৩০ টাকা, এক ডজন ডিম ১৩০ টাকা, এক কেজি পেঁয়াজ ৭০ টাকা, ১ কেজি কাঁচা পেপে ২০ টাকায় এবং পাঁচ কেজি বিভিন্ন ধরনের সবুজ শাক-সবজি প্যাকেজ আকারে বিক্রি করা হবে।

সূত্র : বাসস

The post সুলভ মূল্যে ভোক্তা পাবে ১০ কৃষিপণ্য : বাণিজ্য উপদেষ্টা appeared first on Duranta Khobor.

]]>
5028
তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি https://durantakhobor.net/news/5017?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%2595-%25e0%25a6%25b0%25e0%25a6%25b9%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ac-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25b2%25e0%25a6%25be-%25e0%25a6%25aa%25e0%25a7%258d Mon, 14 Oct 2024 11:55:05 +0000 https://durantakhobor.net/?p=5017 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংগঠনটির নেতারা অন্তর্বর্তী সরকারকে

The post তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি appeared first on Duranta Khobor.

]]>
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংগঠনটির নেতারা অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমাজ আবারো রাস্তায় নামতে বাধ্য হবে।

সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ হুঁশিয়ারি দেন।

লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র-জনতা দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই সংগ্রামে বিরামহীন নেতৃত্ব দিয়েছেন বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলাই রাজনৈতিক এবং তার বিরুদ্ধে ফ্যাসিস্ট গোষ্ঠীর প্রধান পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলার ফরমায়েশী রায়ও ঘোষণা করা হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি যে, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত এসব রাজনৈতিক মামলার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না, এটা খুবই দুঃখজনক। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত এসব মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমাজ আবারো রাস্তায় নামতে বাধ্য হবে।’

তিনি আরো বলেন, ‘জুলাই গণহত্যার আসামি পলাতক শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি আমাদের দাবি বর্তমান অন্তর্বর্তী সরকার অতি দ্রুততার সাথে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দেশে গণতন্ত্র প্রত্যাবর্তন তথা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি চৌধুরী গোলাম মোহাম্মাদ আলালসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

The post তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি appeared first on Duranta Khobor.

]]>
5017
আনুষ্ঠানিকতা ছাড়াই প্রকাশ হতে যাচ্ছে এইচএসসির ফল https://durantakhobor.net/news/5012?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25a8%25e0%25a7%2581%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%25a0%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25a4%25e0%25a6%25be-%25e0%25a6%259b%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%2587-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%2595 Mon, 14 Oct 2024 09:01:01 +0000 https://durantakhobor.net/?p=5012 অতীতের মতো এবার এইচএসসির ফল প্রকাশে আনুষ্ঠানিকতা থাকছে না বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

The post আনুষ্ঠানিকতা ছাড়াই প্রকাশ হতে যাচ্ছে এইচএসসির ফল appeared first on Duranta Khobor.

]]>
অতীতের মতো এবার এইচএসসির ফল প্রকাশে আনুষ্ঠানিকতা থাকছে না বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি সোমবার বলেন, “মঙ্গলবার বেলা ১১টায় বোর্ড চেয়ারম্যানরা নিজেদের অফিসে বসে ফল প্রকাশ করবেন।”

এর আগে এসএসসি বা এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতেন সরকারপ্রধান। তার হাতে ফল তুলে দিতেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান। ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা থাকতেন।

সরকারপ্রধানের আনুষ্ঠানিকতা সারার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মোবাইলে ফল জানার সুযোগ মিলত।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, “এবার ওরকম ব্রিফ থাকবে না। গণমাধ্যমকর্মীরা পরিসংখ্যান নিয়ে যেতে পারবেন।

“আনুষ্ঠানিকতা বলতে আগের মতো কিছু হবে না; শিক্ষা মন্ত্রণালয়ে কিছু হবে না, কোথাও কোনো কিছু হবে না। সাংবাদিকদের পরিসংখ্যান দিয়ে দেবো আমরা (বোর্ড প্রধান)।”

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মাঝপথে বন্ধ হয়ে যাওয়া পরীক্ষার ফল কীভাবে প্রকাশ করা হবে তা ঠিক করতে সময় লেগে যাওয়ায় এতোদিন ফল প্রকাশ হয়নি। সাড়ে ১৪ লাখ পরীক্ষার্থীর সেই অপেক্ষার অবসান হচ্ছে মঙ্গলবার।

ফল কীভাবে হচ্ছে, এ প্রশ্নের উত্তরে এর আগে অধ্যাপক তপন বলেছিলেন, “যে কয়টা বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে হবে। যেগুলোর পরীক্ষা হয়নি, সেগুলোর এসএসসিতে যে নম্বর পেয়েছে- সেটাই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন হবে।”

যেভাবে জানা যাবে ফল

অন্যান্যবারের মত এবারও শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল থেকে এসএমএস করে উচ্চমাধ্যমিকের ফল জানা যাবে।

ঢাকা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) ও বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) ঢুকে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি সেরে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল নামানো যাবে। এছাড়া পরীক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করে ফল জানতে পারবে।

ফল প্রকাশের পর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও তা জানা যাবে।

এইচএসসির ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2024 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আসবে ফল।

পরীক্ষা হয়েছে ৭ বিষয়ে

ছাত্র-জনতার আন্দোলন এবং সরকার পতনের পরের ঘটনাপ্রবাহে এবার উচ্চ মাধ্যমিকের সাতটি বিষয়ে পরীক্ষা নেওয়ার পর বাকিগুলো আর নেওয়া সম্ভব হয়নি।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। ১১ বোর্ডের অধীনে এবার প্রায় সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী পরীক্ষায় বসে।

এরপর সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় উদ্বেগজনক পরিস্থিতিতে ১৬ জুলাই রাতেই সারাদেশে স্কুল, কলেজ, পলিটেকনিকসহ সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়।

পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে ১ অগাস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

পরিস্থিতি স্বাভাবিক থাকলে ৪ অগাস্ট থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরে সেই পরীক্ষাগুলোও স্থগিত হয়ে যায়।

বারবার স্থগিতের পর ১১ অগাস্ট থেকে নতুন সূচিতে পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু সরকার পতনের পর সহিংসতায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রশ্নপত্র পুড়ে গেলে পরীক্ষা ফের স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

পরে স্থগিত পরীক্ষাগুলো ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, সেজন্য নতুন সূচিও প্রকাশ করেছিল কর্তৃপক্ষ; কিন্তু পরীক্ষা দিতে অনাগ্রহী শিক্ষার্থীরা আন্দোলনে নামে।

পরে অন্তর্বর্তী সরকার তা আরও দুই সপ্তাহ পিছিয়ে অর্ধেক প্রশ্নে পরীক্ষার সিদ্ধান্ত নেয়।

কিন্তু ২০ অগাস্ট পাঁচ শতাধিক পরীক্ষার্থী পরীক্ষা বাতিলের দাবিতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢুকে পরীক্ষা না দেওয়ার দাবি তোলে। পরে সেদিনই সরকার তাদের দাবি মেনে নিয়ে বাকি পরীক্ষাগুলো না নেওয়ার ঘোষণা দেয়।

The post আনুষ্ঠানিকতা ছাড়াই প্রকাশ হতে যাচ্ছে এইচএসসির ফল appeared first on Duranta Khobor.

]]>
5012
বৃহস্পতিবার থেকে এক টুকরা ইলিশও কেনা যাবে রাজশাহীতে https://durantakhobor.net/news/5006?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%2583%25e0%25a6%25b9%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%2595-%25e0%25a6%259f%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a6%25b0 Wed, 09 Oct 2024 14:33:26 +0000 https://durantakhobor.net/?p=5006 রাজশাহীতে বৃহস্পতিবার থেকে ইলিশ মাছ কেটে বিক্রি করা হবে। কেউ চাইলে এক টুকরা ইলিশও কিনতে পারবেন। চড়া দামের কারণে অনেক

The post বৃহস্পতিবার থেকে এক টুকরা ইলিশও কেনা যাবে রাজশাহীতে appeared first on Duranta Khobor.

]]>
রাজশাহীতে বৃহস্পতিবার থেকে ইলিশ মাছ কেটে বিক্রি করা হবে। কেউ চাইলে এক টুকরা ইলিশও কিনতে পারবেন। চড়া দামের কারণে অনেক গরিব মানুষের পক্ষে আস্ত ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। তাই রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

কাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের সাহেববাজার মাছবাজারে আনুষ্ঠানিকভাবে কাটা ইলিশ বিক্রির উদ্বোধন করা হবে।

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী জানান, এমনও গরিব মানুষ আছেন, যাঁরা বছরে এক টুকরা ইলিশ খেতে পান না। তাঁদের কথা চিন্তা করে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি দুর্গোৎসব চলছে। এ জন্য তাঁরা এই সময়ে কেটে ইলিশ মাছ বিক্রি করার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন। ইলিশ ব্যবসায়ীরাও সম্মত হয়েছেন।

সেকেন্দার আলী জানান, কেজি হিসাবে মাছের যে দাম ধরা হবে, কেটে তার অংশ হিসেবে যে দাম পড়বে, ক্রেতার কাছ থেকে তা–ই নেওয়া হবে। বিষয়টি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ ও ব্যবসায়ী সমন্বয় পরিষদের পক্ষ থেকে ফেসবুকে প্রচার চালানো হচ্ছে বলে জানান তিনি।

The post বৃহস্পতিবার থেকে এক টুকরা ইলিশও কেনা যাবে রাজশাহীতে appeared first on Duranta Khobor.

]]>
5006
বাংলাদেশের প্রায় সবাই র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো https://durantakhobor.net/news/5003?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%25b8%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2587-%25e0%25a6%25b0 Wed, 09 Oct 2024 13:56:55 +0000 https://durantakhobor.net/?p=5003 ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে নাজমুল হোসেন শান্ত ও অলরাউন্ডারদের তালিকায় রিশাদ হোসেনের এক ধাপ এগোনো ছাড়া বাংলাদেশের আর কারো উন্নতি নেই। ভারতের

The post বাংলাদেশের প্রায় সবাই র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো appeared first on Duranta Khobor.

]]>
ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে নাজমুল হোসেন শান্ত ও অলরাউন্ডারদের তালিকায় রিশাদ হোসেনের এক ধাপ এগোনো ছাড়া বাংলাদেশের আর কারো উন্নতি নেই।

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে পাত্তাই পায়নি বাংলাদেশ। এর ধাক্কা লেগেছে র‌্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টির ব্যাটিং-বোলিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের প্রায় সবাই।

ছেলেদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ঝড়ো ইনিংস খেলে অলরাউন্ডারদের তালিকায় সেরা তিনে ফিরেছেন হার্দিক পান্ডিয়া।

গোয়ালিয়রে আগে ব্যাট করে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১২ রান করতে ১৮ বল খেলেন তাওহিদ হৃদয়। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন তিনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তার আগে আর কেউ নেই।

প্রথম ওভারেই ড্রেসিং রুমে ফেরা লিটন কুমার দাস দুই ধাপ পিছিয়ে ৪২ নম্বরে, মাহমুদউল্লাহ এক ধাপ পিছিয়ে নেমে গেছেন ৭৯ নম্বরে।

তাদের পেছানোর মিছিলে এক ধাপ এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলে ৪৬ নম্বরে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক।

ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বর স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তার পরের স্থানে ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।

১২৮ রানের লক্ষ্য মাত্র ১১.৫ ওভারে তাড়া করে ফেলে ভারত। বেধড়ক পিটুনি হজম করেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেনরা। এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে মুস্তাফিজ, দুই ধাপ পিছিয়ে ২৫ নম্বরে রিশাদ, সাত ধাপ পিছিয়ে ৩০ নম্বরে তাসকিন।

প্রথম ম্যাচের একাদশের বাইরে থাকা শেখ মেহেদি হাসান ৩ ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে নেমে গেছেন। তানজিম হাসান ৫ ধাপ পিছিয়ে চলে গেছেন ৬৮ নম্বরে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে পরিবর্তন একটি। বাংলাদেশের বিপক্ষে ১৪ রানে ৩ উইকেট নিয়ে আট ধাপ এগিয়ে আনরিক নরকিয়ার সঙ্গে যৌথভাবে আট নম্বরে আছেন আর্শদিপ সিং। এক নম্বর স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের আদিল রাশিদ।

বল হাতে ১ উইকেটের পর ব্যাটিংয়ে ১৬ বলে ৩৯ রানের ইনিংস খেলে অলরাউন্ডারদের তালিকায় চার ধাপ লাফিয়ে তিন নম্বরে উঠেছেন পান্ডিয়া।

অবসরের ঘোষণা দেওয়ায় র‌্যাঙ্কিং থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাকিব আল হাসানের নাম। অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে ৪০ নম্বরে উঠেছেন রিশাদ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তিনিই সবার ওপরে।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। সেরা দশে আর কোনো পরিবর্তন নেই।

The post বাংলাদেশের প্রায় সবাই র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো appeared first on Duranta Khobor.

]]>
5003