অনুমোদন ছাড়াই চলছে বশেমুরবিপ্রবির ইতিহাস বিভাগ : অনুমোদনের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক, বশেমুরবিপ্রবি:
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়াই চলছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগ। ইউজিসির অনুমোদন না থাকায় শিক্ষাজীবন নিয়ে শঙ্কায় পড়েছেন বিভাগটির তিন ব্যাচের মোট ৪১৩ জন শিক্ষার্থী। অনুমোদনের দাবিতে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন।

জানা যায়, ইউজিসির কোনো অনুমোদন ছাড়াই ২০১৭ সালে বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ (বিলওয়াবস) ইনস্টিটিউটের অধীনে ইতিহাস বিভাগ চালু করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। কিন্তু এই ইনস্টিটিউটের অধীনে স্নাতক (সম্মান) শ্রেণির কার্যক্রম চালানোর বিধান নেই। ফলে নিয়মের বাইরে গিয়ে চলছে ইতিহাস বিভাগের কার্যক্রম।

মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, ‘আমরা ২ ফেব্রুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করেছি। এছাড়া সোমবারে আমরা মানববন্ধন করে বিভাগটির পূর্ণাঙ্গ অনুমোদন দাবি করেছি। ইউজিসি অনুমোদন না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ‘আগামী ৬ ফেব্রুয়ারি ইউজিসির সঙ্গে মিটিং আছে। মিটিংয়ে সিদ্ধান্ত হবে ইতিহাস বিভাগের অনুমোদন নিয়ে।’

Spread the love
%d bloggers like this: