করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১০৬

দুরন্ত ডেস্ক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। এই ভাইরাসে চীনে এখন পর্যন্ত ৪ হাজারের অধিক মানুষ আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে চীন সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধে চীনের বিভিন্ন শহরে চলাচলে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। করোনা ভাইরসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহান শহর পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে। এদিকে ভাইরাসটির বিস্তার রোধে চন্দ্র নববর্ষ উপলক্ষে চীনে রবিবার পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। এছাড়া পুরো দেশটিতে স্কুল, বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার শুরুর সময়ও পিছিয়ে দেয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়, চীন সফরের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দেশটির নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছে। এছাড়া অন্যান্য অনেক রাষ্ট্র করোনা ভাইরাস প্রতিরোধে নাগরিকদের চীন ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছে। তবে চীন ছাড়া অন্য কোন দেশে এখনো করোনা ভাইরাসে আক্রান্ত কেউ মারা যাননি।

গত ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

Spread the love
%d bloggers like this: