চোখের সমস্যা দূর করতে স্যামসাংয়ের স্মার্ট গ্লাস

বিভিন্ন সমস্যায় যাঁরা চোখে কম দেখেন, তাঁদের জন্য স্মার্ট গ্লাস তৈরি করেছে স্যামসাং। ‘রিলুমিনো স্মার্ট ভিজ্যুয়াল এইড আইগ্লাস’ নামের চশমাটি চোখে পরলেই ঝাপসা দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা স্পষ্ট দেখার সুযোগ পাবেন। সক্ষম অ্যাপ নিয়ন্ত্রিত স্মার্ট গ্লাসটি মূলত স্মার্টফোনের সহায়তায় ব্যবহারকারীদের ছবি দেখাবে। অর্থাৎ স্মার্ট গ্লাসে থাকা ক্যামেরায় ধারণ করা ছবি বা ভিডিওগুলো স্মার্টফোনে সম্পাদনার পর স্মার্ট গ্লাসের স্ক্রিনে দেখা যাবে। এ জন্য ব্যবহারকারীরা আগে থেকেই নিজেদের সমস্যা অনুযায়ী স্মার্ট গ্লাসটির কাজের ধরন নির্দিষ্ট করার সুযোগ পাবেন। ৯ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের লাসভেগাসে শুরু হতে যাওয়া কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে স্মার্ট গ্লাসটি প্রদর্শন করবে স্যামসাং।

সূত্র : ডেইলি মেইল

Spread the love
%d bloggers like this: