দেশে আরো একজনের শরীরে করোনার সন্ধান, মোট ১১

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা আটজনকে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হলে তাদের মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

জানা যায়, গত ১৪ মার্চ ৪৪ জন ইতালি ফেরতকে গাজীপুরের মেঘডুবি এলাকার মা ও শিশু কেন্দ্র হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে ১৫ মার্চ চারজন ও ১৬ মার্চ আরো চারজনকে করোনা আক্রান্ত সন্দেহে ঢাকার উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। তাদের সবার শরীরে জ্বর ছিল বলে জানা গেছে। এই আটজনকে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের একজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।

গাজীপুরের ওই কোয়ারেন্টাইনে এখনও ৩৬ ইতালি প্রবাসী রয়েছেন। এছাড়া পুরো গাজীপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮ জন।

দেশে এখন পর্যন্ত মোট ১১ জনের শরীরে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সরকারের রোগতত্ত্ব, রোগ-নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হিসাব অনুসারে, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১০ জন। বুধবার তা ১১ জনে পৌঁছল। এদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন।

Spread the love
%d bloggers like this: