বজ্রপাতে বিরল প্রজাতির ৪ গরিলার মৃত্যু

দুরন্ত ডেস্ক: উগান্ডার এমগাহিঙ্গা ন্যাশনাল পার্কে বজ্রপাতে বিরল প্রজাতির চার পাহাড়ি গরিলার মৃত্যু হয়েছে। মৃত গরিলাদের মধ্যে একটি অন্তঃসত্ত্বা গরিলাসহ তিনটী স্ত্রী প্রজাতির এবং একটি পুরষ প্রজাতির ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে এই মৃত্যুর ঘটনা গরিলা প্রজাতির জন্য বড় ক্ষতির বলে জানিয়েছে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা আফ্রিকাম সংস্থা দ্য গ্রেটার ভিরুঙ্গা ট্রান্সবাউন্ডারি কোলাবোরেশন।

এই বিষয়ে দ্য গ্রেটার ভিরুঙ্গা ট্রান্সবাউন্ডারি কোলাবোরেশনের কর্মকর্তা এন্ড্রু সেগুয়া বলেন, ঘটনাটি খুব দুঃখের। মৃত গরিলাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিন সপ্তাহের মধ্যে মৃত্যুর কারণ জানা যাবে।

পাহাড়ি গরিলা বিশ্বে অন্যতম একটি বিরল প্রানী। পুরো বিশ্বে এখন মাত্র এক হাজার পাহাড়ি গরিলা রয়েছে।

Spread the love
%d bloggers like this: