ব্রিটিশ শিশুদের জ্ঞানের বহর, চকোলেট পাওয়া যায় মাটির নিচে!

ধান গাছে কাঠ হয় কি না- এ কথা নাকি শহুরে অনেক শিশু জানে না। তবে সোমবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, প্রতি ২০ ব্রিটিশ শিশুর একজন মনে করছে, চকোলেট বার মাটিতে উৎপাদিত হয়।
আবার প্রতি তিনটি শিশুর একটি জানে না যে আলু ফলে মাটিতে। এমনকি ফুল নাকি মানুষের তৈরি বস্তু! অনেক শিশু কোদাল পর্যন্ত চেনে না। প্রতি চার শিশুর ২০০০ মা-বাবা ও শিশুদের ওপর জরিপ চালিয়ে প্রকৃতি সম্পর্কে তাদের অজ্ঞানতার বিষয়টি প্রকাশিত হয়েছে।
এমনকি শিশুদের মা-বাবার জ্ঞানের বহরও কিন্তু বেশি নয়। ছবি দেখেও ব্রিটেনের অত্যন্ত পরিচিত বৃক্ষ কনকারও চেনেননি ১২ ভাগ মা-বাবা। ২৭ ভাগ শিশু টিউলিপ ফুল চেনেনি। শিশুরা যাতে বাগান করার কাজে মনোযোগী হয় সেজন্যই ‘ওয়াচ দেম গ্রো’ প্রচারণায় এই জরিপ চালানো হয়।

Spread the love
%d bloggers like this: