মাহাথির মোহাম্মদের পদত্যাগ

দুরন্ত ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (৯২) সোমবার (২৪ ফেব্রুয়ারি) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বেলা একটার দিকে এক বিবৃতিতে তিনি জানান, রাজা ইয়াং দি-পেরতুয়ান আগংগের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

মালয়েশিয়ার সংবাদপত্র দ্য স্টার এবং আল জাজিরার খবরে জানানো হয়, মাহাথিরের দল পার্টি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়া যৌথ সরকার পাকাতান হারাপান (আশার জোট) থেকেও পদত্যাগ করেছে। দলের প্রেসিডেন্ট মুহিদ্দিন ইয়াসিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

দেশটিতে সপ্তাহ ধরে চলতে থাকা রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে মাহাথিরের পদত্যাগের এই সিদ্ধান্ত এল। গতকাল রোববার খবর প্রকাশ হয়েছিল যে মাহাথিরের দল পুরোনো প্রতিপক্ষ এবং পাকাতান হারাপান যৌথ সরকারের নেতা আনোয়ার ইব্রাহিমকে (৭২) বাদ দিয়ে নতুন সরকার গঠনের পরিকল্পনা করছে।

Spread the love
%d bloggers like this: