শিক্ষকের প্রহারে ছাত্র হাসপাতালে

দুরন্তবিডি ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পিটুনীতে আহত হয়ে ৭ম শ্রেণীর এক ছাত্র হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে স্কুলে ক্লাস চলাকালীন সময়ে পিটুনীর শিকার হয় ঐ ছাত্র।পরে বাড়ির লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করে। পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাধারণ শাখার ছাত্র আহত রাহাত হোসেন(১২) জানায়,মঙ্গলবার সোয়া ৩টার দিকে বিদ্যালয়ের শেষ পিরিয়ডে সে শ্রেণীকক্ষে বসে তাঁর বন্ধুর সাথে বসে কথা বলছিল। এসময় বিদ্যালয়ের কারিগরী শাখার সহকারী শিক্ষক মোঃ সুমন ক্লাসে প্রবেশ করে। সে সাধারণ শাখার ছাত্র হওয়ায় ক্লাসে আসা কারিগরী শাখার শিক্ষককে দেখে সে তাঁর বন্ধুর কাছে জানতে চায়,এখন কি বই বের করবো। একথা শুনতে পেয়ে সহকারি শিক্ষক সুমন ক্ষিপ্ত হয় এবং এক ছাত্রের লোহার স্কেল নিয়ে রাহাতকে মারপিট শুরু করে। লোহার স্কেলের আঘাতে তাঁর বাম হাত কেটে রক্তাক্ত হয়। এসময় ঐ শিক্ষক রাহাতকে শ্রেণীকক্ষ থেকে বের হয়ে মাঠের দূর্বাঘাস থেতলিয়ে কাটা স্থানে লাগিয়ে দিতে বলে। ছাত্রটি ক্লাস থেকে বের হয়ে দূর্বাঘাস না লাগিয়ে শহরের রঘুনাথপুরস্থ নিজ বাড়িতে চলে যায়। পরে বাড়ির লোকজন তাঁকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি জানাজানি হলে স্কুলে সহকারী প্রধান শিক্ষক শাহজালাল সাজু তাঁকে হাসপাতালে দেখতে যায়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক জানান,তিনি রংপুরে গেছেন,এবিষয়ে তেমন কিছু জানেন না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন জানান,তিনিও এবিষয়ে কিছু জানেন না। খোজ খবর নিবেন বলে জানান।
উপজেলা নিবার্হী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান,শিক্ষার্থীদের মারপিট করার কোন বিধান নেই। এধরনের কোন ঘটনা ঘটে থাকলে তিনি তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানান।

Spread the love
%d bloggers like this: