সাতক্ষীরার কালীগঞ্জে অপহৃত ছাত্রী সাত দিন পর উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় অপহরণের সাত দিন পর এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে সাতক্ষীরা শহরের রসুলপুরের একটি বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। পাশাপাশি গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন অপহরণকারীকে।

অপহৃত ছাত্রীর বাড়ি কালীগঞ্জ উপজেলায়। সে পড়ে কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে। অপরহণকারী ইসরাফিলের বাড়ি একই উপজেলার ফরিদপুর গ্রামে। সেও অপহৃত ছাত্রীর সহপাঠী।

ভুক্তভোগীর পরিবার জানায়, কলেজ ও প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে ইসরাফিল উত্ত্যক্ত করত। এ নিয়ে কয়েকবার প্রতিবাদ করেও লাভ হয়নি। সর্বশেষ গত ১৪ আগস্ট সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ইসরাফিল ও তার সহযোগীরা মিলে মোটরসাইকেলে করে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা পরদিন সন্ধ্যায় ইসরাফিল হোসেন, তার বাবা মিজানুর রহমানসহ অজ্ঞাতপরিচয় তিন-চারজনের নামে কালীগঞ্জ থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার উপপরিদর্শক সুধাংশু শেখর হালদার জানান, অপহরণে সহায়তার অভিযোগে গতকাল ভোরে মধুসূদনপুরের নিজ বাড়ি থেকে ফিরোজ হোসেন নামের এক তরুণকে আটক করা হয়।

Spread the love
%d bloggers like this: