স্বপ্ন আমার
জান্নাতুল ফেরদৌস অর্ষা
স্বপ্ন আমার হাজার বছর বাঁচার,
স্বপ্ন আমার মুক্ত বাতাস খোঁজার।
স্বপ্ন আমার ভিন্নরূপে থাকার,
স্বপ্ন আমার নিটোল
স্বার্থকতার।
স্বপ্ন আমার জীবন মর্ম দেখার,
স্বপ্ন আমার কাঠিন্য উদ্ধার।
স্বপ্ন আমার চিত্রক্ষোভ পার,
স্বপ্ন আমার অনাশ্রিত হাসাবার।
Like this:
Like Loading...