প্রচ্ছদ । মৌমিতা আহমেদ
প্রচ্ছদ
মৌমিতা আহমেদ
আমি দাঁড়িয়ে আছি যেখানে
সেখান থেকে বহু ক্রোশ দূরে ফেলে এসেছি আমার সত্তা ।
এইতো সেদিনও ;
সেদিনও প্রিয় বলতে ছিল
ঐ আকাশ আর খোলা ছাদটা ।
অস্তিত্ব কি খুব আপেক্ষিক?
বললেই মিলিয়ে যায়!
না দেখলেই হারিয়ে যায় !
এখনো দিন কাটছে
যাপিত জীবনে সব সয়ে গেছে
কত আত্মার প্রচ্ছদ আটকে
পড়েছে মাটির ঘরে ,
জীবনটাই তো একটি বিস্তর প্রচ্ছদ।
সময়ের সাথে বদলে যায় ,
ফিরে আসে না ।
কারো স্মৃতির ঘরে বন্দী থাকতে
থাকতে তার শরীরেও ঘুন ধরে
অসার দেহটার রূপ তখন ,
প্রদীপের তলায় থাকা
কী ভীষণ অন্ধকার দহন ।