জীবন তুই পরাজয় । জান্নাতুল ফেরদৌস
“জীবন তুই পরাজয় “
জান্নাতুল ফেরদৌস অর্ষা
কি ভেবেছিস হে জীবন তুই?
অসাধ্য কিছু দর্শনে রক্তাক্ত এই আমাকে থমকে দিবি?
নিস্তব্ধ আমি নিস্তব্ধ আমার শব্দ নিস্তব্ধ আমার ভাষা।
তাইবলে কি হবে সমাপ্তি আমার বাঁচার সর্ব আশা?
হবো কি তোর কাছে আমি পরাজয়।
হবে কি নিঃশেষ আমার বেঁচে থাকার নব জয়?
নাহ হবেনা হবেনা তোর জয়
বেলা শেষে আমারই হবে বিজয়।