আলোকিত মানুষ । কাশফিয়া ফারুক
আলোকিত মানুষ
কাশফিয়া ফারুক
অভিমানী দিয়া এবা মায়ের কোলে মাথা রেখে ছোট্ট দিয়া প্রশ্ন করে,
“এমন কি আছে বলো তো মা সময় ফুরায় তবু মন যে ভরে না?
” দিয়ার মাথায় বিলি কেটে মা বলে,
“এক যে ছিল রাজার কুমার শুনবি নাকি গল্প তাহার? ”
অভিমানী দিয়া এবার লাফিয়ে উঠে বলে,
“প্রশ্ন আমার ফেলনা নাকি ফেলে দিলে জলে? ”
মা যে দিয়ার হেসেই মরে জবাব দেয় কথার ছলে,
“হ্যাঁ, রে দিয়া।
এমন গুপ্তধনের খোঁজ আছে আমার কাছে,
, শুনতে হলে চুপটি করে কান পেতে বোস মায়ের পাশে।
” বাধ্য যেন ছোট্ট দিয়া, বসল এসে মায়ের কাছে।
মা শুনালো মন্ত্র জাদুর মন খুলে যায় এমন মধুর।
“বিশ্বজুড়ে বন্ধু পাবিঅনেক বইয়ের সাথে
তা যদি হয় ঘুচে যাবে শত্রুর ভয়।
বইয়ের পাতায় স্বপ্ন হাজার বই যে মনের অতৃপ্ত স্বাদ।
বই পড়িলে আঁতেল হবি এ সংশয় তাড়িয়ে দিবি।
অন্ধকারের সংকীর্ণতা তার প্রয়োজন আলোর ছটা।
মনের মাঝে এই কথাটি গেঁথে রাখিস দিয়া,
বইয়ের ভাঁজে বাস করে যে আলোকিত মানুষের কায়া।