জয় ও পলকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ‘বিক্রির’ অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা হয়েছে।
সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা এ মামলায় জয় ও পলকসহ মোট ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে বলে কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা জানান।
এনামুল হক নামের এক ব্যক্তি বুধবার রাতে মামলাটি দায়ের করেন। এজাহারে বলা হয়, ‘জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে’ ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে এনআইডির তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার অনুমতি দেন আসামিরা। সেসব তথ্য দেশ ও দেশের বাইরের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে ‘বিক্রি’ করা হয়। তথ্য বিক্রির প্রায় বিশ হাজার কোটি টাকা ‘আত্মসাৎ’ করা হয়েছে। তৃতীয়পক্ষের কাছে তথ্য পাচার হওয়ায় জনগণের মধ্যে ‘নিরাপত্তাহীনতা’ দেখা দিয়েছে।
সজীব ওয়াজেদ জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্বেও ছিলেন। পরিবার নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রে। আর সরকার পতনের পর গত ৫ অগাস্ট পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা।
তার নয় দিনের মাথায় দেশ ছাড়ার চেষ্টার সময় বিমানবন্দর থেকে আটক হন সাবেক প্রতিমন্ত্রী পলক। কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলে আওয়ামী লীগ সরকারের সময় বিপুল অংকের আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগ রয়েছে। আর সেসব অভিযোগে জয় ও পলক দুজনেরই নাম এসেছে বিভিন্ন সময়ে।