অস্ট্রেলিয়ার নাগরিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

দুরন্ত ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়া তার নাগরিকদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সব ধরনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে দেশটি এমন উদ্যোগ নিয়েছে।

বুধবার (১৮মার্চ ) এক ঘোষণায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বিদেশ ভ্রমণের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছেন। সেই সঙ্গে দেশের ভেতরও একশ জনের বেশি লোকের অপ্রয়োজনীয় জমায়েত বন্ধের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ায় এ ধরণের পরিস্থিতি আমরা দেখিনি। আমরা অস্ট্রেলিয়াকে চলমান ও সক্রিয় রাখতে চাই। কিন্তু স্বাভাবিকভাবে সেটি সম্ভব নয়।

তবে দেশটির জনগণের শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধের জোর দাবি থাকলেও তা করছেন না জানিয়ে মরিসন বলেন, আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তা অন্তত ছয়মাসের জন্যে করছি। দীর্ঘদিন স্কুল বন্ধ রাখলে সমাজ ও অর্থনীতিতে এর প্রভাব হবে মারাত্মক।

অস্ট্রেলিয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডও তার নাগরিকদের দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছে।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৪৫০ জনেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন পাঁচজন।

Spread the love
%d bloggers like this: