করোনা: আইসোলেশনের জন্য দুইশত লঞ্চ দেওয়ার প্রস্তাব মালিকদের

দুরন্ত ডেস্ক:  দেশের করোনা ভাইরাসে ঢাকার বুড়িগঙ্গা নদীতে লকডাউনে অলস পড়ে থাকা দুইশত তিনতলা বিলাশ বহুল লঞ্চ দুর্গম এলাকায় আইসোলেশনের জন্য মালিকরা তাদের লঞ্চ দিতে নৌ মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছেন।

এতথ্য জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির কর্মকর্তা ও এম ভি পারাবত লঞ্চ কোম্পানির মালিক শহিদুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানা, এই লঞ্চগুলিতে প্রায় ৮০ হাজার লোককে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হবে। সরকার চাইলে যেকোন সময়ে তাদের দুইশত লঞ্চ দিতে প্রস্তুত রয়েছেন লঞ্চ মালিকরা।

লঞ্চ মালিক সমিতির এই প্রস্তাব নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে পাঠিয়েছেন।

লঞ্চ মালিকদের এই সিদ্ধান্তকে নৌ পরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সাধুবাদ জানিয়েছে। অন্যদিকে স্বাস্থ্য অধিদফতর লঞ্চ মালিকদের এই প্রস্তাব আমলে নিয়েছে বলে জানা গেছে।

Spread the love
%d bloggers like this: