পদত্যাগ করছেন বিবিসির মহাপরিচালক টনি হল

দুরন্তে ডেস্ক
ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) মহাপরিচালক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টনি হল। গত সাত বছর এই দায়িত্ব পালন করার পর তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

গতকাল টনি হল তার সহকর্মীদের কাছে পাঠানো এক ইমেইল বার্তায় বলেন, ‘আমি বিবিসিকে ভালোবাসি। আমি আমার মনের কথা শুনলে কখনো পদত্যাগ করতে চাইতাম না। এটা আমার জন্য এক কঠিন সিদ্ধান্ত।’

আগামী গ্রীষ্মে আনুষ্ঠানিকভাবে বিবিসির মহাপরিচালকের পদ থেকে সড়ে দাঁড়াবেন বলে তিনি বার্তায় উল্লেখ করেন।

বিবিসির চেয়ারম্যান ডেভিড ক্লেমেন্তি জানিয়েছেন, টনি হলের স্থলাভিষিক্ত কে হবেন তা এখনো ঠিক করা হয়নি।

টনি হল এমন সময়ে পদত্যাগ করছেন, যখন অভ্যন্তরে সমান বেতনের বিতর্ক, রাজনৈতিক পক্ষপাত, বৈচিত্র্য এবং টিভি লাইসেন্স বাতিলের মতো বিষয়গুলো নিয়ে একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বিবিসি।

Spread the love
%d bloggers like this: